Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা


 

উদ্যোগ
এই ধরণের একটি বড় উদ্যোগের মূল বিষয় হলো কার্যক্রমটির ছক তৈরী করা। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কর্মসূচী সম্পন্ন করার সম্ভাব্য সময়, টার্গেট গ্রুপ, সংশ্লিস্ট সকলের অংশগ্রহণ, কার্যক্রমের সমন্বয়, লক্ষ্য. উদ্দেশ্য, নীতি, কৌশল, পদ্ধতি, উপকরণ, বাজেট, তহবিল, পর্যবেক্ষন, মূল্যায়ন ইত্যাদি। কমিশন ইতোমধ্যে কার্যক্রমটি বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করাসহ সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করে এ লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন করেছে। সে প্রেক্ষিতে স্টিয়ারিং কমিটি এবং টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। উপরন্তু, টেকনিক্যাল কমিটির অধীনে আরও ১০টি সাব-কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া, এই কার্যক্রমকে সঠিকভাবে সম্পাদন করার লক্ষ্যে টেকন্যিকাল কমিটির তত্ত্বাবধানে বেশকিছু ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

কর্ম পরিকল্পনা
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কার্যাদি সম্পন্ন করা প্রয়োজন;
  •  কমিটি গঠন
  •  রিসোর্স পারসন নির্বাচন
  •  বিভাগ প্রতিষ্ঠা
  •  সংশ্লিস্টদের প্রশিক্ষণ ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করা
  •  বিধি প্রণয়ন
  •  কার্যক্রমের বিস্তারিত বিষয় নজরে আনা
  •  উপকরণ প্রস্তুতকরণ
  •  প্রশিক্ষকদের প্রশিক্ষণ
  •  সরকারের সাথে প্রয়োজনীয় যোগাযোগ
  •  কার্যক্রম চালু করা
  •  সেমিনার ও কর্মশালা
  •  আঞ্চলিক সমন্বয়
  •  প্রশিক্ষণ একাডেমী
  •  পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা
  •  বাজেট ও অর্থায়ণ

বিএসইসি ইতোমধ্যে এ ব্যাপারে কাজ শুরু করেছে এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও এই কাজে প্রচুর উদ্যোগ ও সংশ্লিষ্টদের সম্পৃক্ততা প্রয়োজন তথাপি বিএসইসি সফলভাবে পরিকল্পনা প্রণয়ন করছে এবং লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।

কার্যক্রম
ধাপ সময়সীমা টার্গেট গ্রুপ
স্বল্পমেয়াদী ২০১৬-২০১৭   •    বিদ্যমান বিনিয়োগকারী;
  •    পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, প্রশিক্ষক;
  •    বিচারক, প্রশিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষক
মধ্যমেয়াদী ২০১৮-২০১৯   •    স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী;
  •    সরকারী/বেসরকারী চাকুরিজীবি;
  •    এনজিও’র কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশাজীবি;
  •    মধ্যম আয়ের জনগণ
দীর্ঘমেয়াদী ২০২০-২০২১   •    গৃহিণী;
  •    অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ, ব্যবসায়ী;
  •    শ্রমিক, কৃষক;
  •    সাধারণ জনগণ