Bangla   English   রেজিস্টার লগইন
 

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা




বিনিয়োগ শিক্ষা
বিনিয়োগ শিক্ষা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান। সঠিক বিনিয়োগ শিক্ষার ফলে আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পাওয়া এবং সুরক্ষিত আর্থিক ভবিষ্যত গড়ে তোলার দ্বৈত সুবিধা পাওয়া যায়। বিনিয়োগ শিক্ষা বিনিয়োগকারীদের বিভিন্ন বিনিয়োগ পন্যের উপযুক্ততা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে তাদেরকে সঠিক বিনিযোগ সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
  বিনিয়োগ কুইজ
Organization for Economic Cooperation and Development এর International Network on Financial Education (OECD-INFE) এর আলোকে বিনিয়োগ শিক্ষা কাঠামো পরিমাপের জন্য আমরাও মনে করি যে, বিনিয়োগ জ্ঞান, বিনিয়োগ সংক্রান্ত আচরণ এবং বিনিয়োগ মনোভাব- এই তিনটি বিষয় মূলত: নির্ধারণ করে একজন ব্যক্তি বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত কিনা। বিনিয়োগ কুইজ সকল বয়সের জন্য প্রস্তুতকৃত, যা শিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এবং আমরা এই কুইজে সকলকে অংশগ্রহণের জন্য এবং অন্যদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য আহবান জানাচ্ছি।
আপনার বিনিয়োগ শিক্ষার স্তর এই ১০টি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করুন। তারপর ফলাফল দেখে বুঝে নিন আপনার পারদর্শিতা।
  উদ্যোগ
OECD-INFE এর সদস্য হিসেবে বাংলাদেশ দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কৌশলের অংশ হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এই উদ্যোগের অন্তর্ভুক্ত পদক্ষেপসমুহ হলঃ বিনিয়োগ শিক্ষার গুরুত্ব ও আওতা, এতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাউন্সিল / কমিটি তৈরি, লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পছন্দসই রোডম্যাপ তৈরি, কার্যক্রমে সঠিক ও বিশেষ নির্দেশিকা প্রদান।
বিস্তারিত পড়ুন   কুইজে অংশগ্রহণ করুন   বিস্তারিত পড়ুন


EPS, P/E ratio, Dividend Yield, Net Asset Value per share, Return on Equity, Debt Equity Ratio ক্যালকুলেট করার জন্য এই সেকশন ব্যবহার করুন।
হিসাব করুন
 
সর্বশেষ আপডেট  |  অক্টোবর ১১, ২০২৪  |  শুক্রবার আর্কাইভ »


দেশব্যাপী
বিনিয়োগ
শিক্ষা

বাংলাদেশের পুঁজিবাজার